লালমনিরহাট প্রতিনিধি: শপথ নিলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের ৮জন চেয়ারম্যান।
বুধবার(২২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু জাফর।
জানা গেছে, গত ১১ নভেম্বর আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারন সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মহিলা সদস্য ও সাধারন সদস্যদের গেজেটও প্রকাশিত হয়েছে। বুধবার(২২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক আবু জাফর নব নির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
শপথ পাঠ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক (ডিডিএলজি) রফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপর দিকে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য শপথ বুধবার(২২ ডিসেম্বর) বিকেলে আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
শপথ নেয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু, ভেলাবাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতি, সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব, সারপুকুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, ভাদাই ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত বিদুর,
পলাশী ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল, মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।