আর্কাইভ  শুক্রবার ● ২ জুন ২০২৩ ● ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: এলপিজির দাম কমল ১৬১ টাকা       পাঁচ মিনিট স্তব্ধ রংপুর       মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন       লালমনিরহাটে পাটক্ষেতে পড়েছিল অজ্ঞাত নারী, পানি খাওয়ার কিছুক্ষণ পর হলো নিথর       বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও সহকারী প্রক্টর      

আমরা জেগে আছি, আমাদের কাজ করতে হবে: জনতা ব্যাংকের এমডি

সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২, দুপুর ১২:৩৩

মহানগর প্রতিনিধি: মুক্তিযুদ্ধের পর এদেশে ভাল ব্রীজ-কার্লভার্ট, রাস্তাঘাট কিছু ছিল না। দেশ ধ্বংসস্তুপে পরিনত হয়েছিল। আমাদের কোষাগারে টাকা ছিল না। দাতা সংস্থাদের কাছে ধর্ণা দিতে হয়েছে। সেই আমরাই বঙ্গুবন্ধুর সুযোগ্য কন্যার নের্তৃত্বে নিজেদের টাকায় পদ্মা সেতু করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি। আমাদের কাজ করে যেতে হবে দেশের উন্নয়নে।

শনিবার রংপুর আরডিআরএস বেগম রোকেয়া অডিটরিয়ামে আয়োজিত রংপুর বিভাগীয় শাখা ব্যাবস্থাপক সম্মেলন সেপ্টেম্বর-২০২২-এর মতবিনিময় সভায়  একথা বলেন জনতা ব্যাংকের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ। 

রংপুর জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হিসেবে তিনি বলেন, প্রতিদিন ঋণ আদায়ে তৎপর থাকতে হবে, নতুন হিসাব বা ডিপোজিট খোলার জন্য জনগনকে উদ্বুদ্ধ করতে হবে,৮ মতাংশ হারে এসএমই ঋণ প্রদানের মাধ্যমে নতুর উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন, রংপুরাঞ্চল কৃষি প্রধান অঞ্চল। জনতা ব্যাংক থেকে ৮শতাংশ হারে কৃষি ঋণ গ্রহণ করে এ অঞ্চলে কৃষির প্রসার ঘটানো সম্ভব বলে জানান তিনি। এসময় জনতা ব্যাংক লিমিটেডের ডিএমডি আসাদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: আসাদুজ্জামান, চিফ ফিনান্সিয়াল অফিসার (ডিএমডি) নুরুল আলম (এফসিএমএ,এফসিএ)।

এ ছাড়াও রংপুর বিভাগের  বিভিন্ন জেলাসমূহের ৪৭ জন ব্যাবস্থাপক ও ৩ জন এরিয়া ম্যানেজার ও ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied