আর্কাইভ  বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩ ● ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: আদানির কেন্দ্র থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু       নীলফামারীতে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে নিতে স্বারকলিপি প্রদান       নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন       নীলফামারীতে শিশু শ্রম নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত       নীলফামারী র‌্যাব-১৩ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার      

ঈদ আনন্দ উপভোগ করতে  গিয়ে ভাইয়ের মৃত্যু: বোন হাসপাতালে

শনিবার, ২২ এপ্রিল ২০২৩, রাত ০৯:০৯

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে:  দিনাজপুরে ঈদ আনন্দ উপভোগ করতে ছোট বোনকে মোটরসাইকেলে বসিয়ে  নবাবগঞ্জ আশুড়ার বিলে কাঠের সেতু দেখতে নিয়েে  যাওয়ার পথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল মাসুদ রানার (২১) এর। বোনটিও এখন হাসপাতালে।

শনিবার (২২এপ্রিল) দুপুর ১২টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের গরিবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোবারক জানান,ভাই-বোন  গরিবপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ। এ ঘটনায় তার বোনসহ তিনজন আহত হয়েছে। নিহত মাসুদ রানা বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন মাসুদ রানার বোন জিন্নাত রহমান বিথি (১৩), শাহেদ হোসেন (২০) ও মনিরা আক্তার (১৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। আহত জিন্নাত রহমান বিথি বর্তমানে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  এ চিকিৎসাধীন রয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহারিয়ার পারভেজ সজল বলেন, সড়ক দুর্ঘটনায় বুকে আঘাত লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied