মমিনুল ইসলাম রিপন: উত্তরাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী ও ৩৪ মামলার আসামী মবু ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশী পিস্তল এক রাউন্ড গুলি ৫০ বোতল ফেনসিডিল ও ১৪পিস ইয়াবা।
বুধবার দুপুরে রংপুর নগরীর ষ্টেশন এলাকায় র্যাব ১৩ কার্যালয়ে প্রেসব্রিফিং কালে এসব কথা বলেন র্যাব ১৩ প্রধান কমান্ডার রেজা আহাম্মেদ ফেরদৌস।
র্যাব জানায় গোপন সংবাদের উপর ভিত্তি করে মঙ্গলবার নীলফামারী জেলার কিশোরগজ্ঞ থানার পুটিমারী ইউনিয়নের কাউনিয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে মবু ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় ত্রা কাছ থেকে একটি দেশী পিস্তল ও এক রাউন্ড গুলি ৫০ বোতল ফেনসিডিল এবং ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র্যাব জানায় মবু ডাকাত একজন দুধর্ষ সন্ত্রাসী নিজের নিরাপত্তার জন্য সব সময় আগ্নেয়াস্ত্র রেখে চলাচল করতো। তার ভয়ে নীলফামারী জেলা সহ আশে পার্শ্বের মানুষ তটস্থ থাকতো। তার বিরুদ্ধে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ৩৪টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মবু ডাকাত দীর্ঘদিন ধরে ডাকাতি ও মাদক ব্যবসার সাথে তার সংপৃক্ততার কথা স্বীকার করেছে।তার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার ব্যাপারে অনুসন্ধান চলছে। তাকে কিশোরগজ্ঞ থানায় হস্তান্তর করা ও একটি মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধিন আছে বলে জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে র্যাব ১৩ প্রধান জানান র্যাব তাকে ইতিপুর্বে তিনবার গ্রেফতার করেছিলো। কিন্তু প্রতিবারেই জামিনে ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসায় লিপ্ত হচ্ছে। ###৬.০৩.২২