শাহ্ আলম শাহী দিনাজপুর থেকে: উত্তাপের মধ্যদিয়ে চলছে দিনাজপুরের জংশন শহর পার্বতীপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। ১৩ টি ভোট কেন্দ্রের মধ্যে সবকটি ঝুঁকিপূর্ণ। তবে ৫টি অতিব ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন।
প্রচার-প্রচারণার চলাকালীন নির্বাচনী সহিংসতা ঘটলেও ভোট চলাকালীন এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শুরুতেই সকাল ৮টায় জ্ঞানাস্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন, নারিকেল গাছ প্রতীক স্বতন্ত্র মেয়র প্রার্থীএ জেড এম মেনহাজুল হক।
অন্যদিকে নৌকা প্রতীক মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সকাল ৯টায় বিএড কলেজ কেন্দ্র ভোট প্রদান করেন।
দু' জন মেয়র প্রার্থী গাড়াও নির্বাচনে সাধারন কাউন্সিল ৪২জন ও ১৮ জন সংরক্ষিত নারী কাউন্সিল প্রতিদ্বদন্দ্বিতা করছেন। ১৩ কেন্দ্র ও ১০৮ টি বুথে ভোট প্রয়োগ করবেন, ৩৩ হাজার ৩৯৯ জন ভোটার।
রিপোর্ট লেখা পর্যন্ত দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।