স্টাফ রিপোর্টার: একুশে পদক প্রাপ্ত বরেণ্য আলোকচিত্রী পাভেল রহমান এর রত্নাগর্ভা মা মতিজা রহমান (৩০ আগস্ট) মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শালবন মিস্ত্রিপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না.......রাজিউন)। মরহুমের জানাজা নামাজ আজ ৩১ আগস্ট বুধবার সকাল ৯টায় রংপুর কৈলাশরঞ্জন স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। তিনি ছিলেন ঢাকা সিটি স্পেশাল ব্রাঞ্চের প্রয়াত এসপি মুজিবুর রহমানের সহধর্মীনি।
তাঁর বড় ছেলে ডা. ওমর ফারুক, দ্বিতীয় সন্তান মেয়ে আমেরিকার লসএঞ্জেলস প্রবাসী শাহানা পারভীন, তৃতীয় সন্তান ছেলে একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান ও কনিষ্ঠ কন্যা প্রয়াত শিক্ষক রেহানা পারভীন।