সংবাদ বিজ্ঞপ্তি: রংপুরের কতিপয় কবিতাকর্মী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্তকালীন কবিতা উৎসব ।
রোববার বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়েজিত জমজমাট এ উৎসবে সভাপতিত্ব করেন অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ । বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব নারায়ণ চন্দ্র বর্মা ও লেখক মোস্তফা তোফায়েল হোসেন । স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক মাহবুবুল ইসলাম ।
বসন্তকালীন কবিতা উৎসবে স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন, বাদল রহমান, রফিকুল ইসলাম চৌধুরী, নজরুল মৃধা জোসেফ আখতার, ,জাকির আহমদ ,মজনুর রহমান , মাহমুদ ইলাহী মন্ডল , সাকিল মাসুদ, খন্দকার মো: মাহফুজার রহমান, বজলুর রশীদ , সাজু কবির , মোর্শেদ সারওয়ার জুয়েল , নাহিদা ইয়াসমিন , রুমানা বেগম , এস,এম আরিফুজ্জামান, আবদুল কুদ্দুস , অদম্য গোলাম মোস্তফা, মিনু আরা , তৌফিক এলাহী , মাহমুদ লুৎফর,নাহিদ শারমিন শান্তা , মাহমুদ নাসির , হাসনাইন রাব্বি, মিনু সরকার, মতিয়ার রহমান , মনিরুজ্জামান মনির, জুয়েল আহমেদ রাহুল, রাজেন দাশ , পূর্র্ণিমা রাজ, ময়নামনি , এইচ বি লাভলী, নাইমা নিমু , আল রাফি মার্জিত, মোকাদ্দেস এ রাব্বি, ও নোয়ামুল হাসান পলাশ আহমেদ ।
অনুষ্ঠানে সমাজকর্মে অবদান রাখায় নজরুল সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক রশিদুস সুলতান বাবলুকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয় । অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মাহবুবুল ইসলাম ও জিন্নাতুন নাহার ।