ডেস্ক: সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা কাঁচা মরিচের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা অবৈধ সুযোগ নেওয়ার কারণেই কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছি। মরিচ আসা শুরু হয়েছে। আশা করছি ২/৪ দিনের মধ্যে দাম কমে যাবে।
সোমবার (৩ জুলাই) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ ও বৃষ্টিতে পরিবহন সমস্যার কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে। এর সঙ্গে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরাও সুযোগ নিয়েছে।
মন্ত্রী বলেন, এর আগে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। আমরা আমদানি শুরু করার পর দাম কমে এসেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কথা স্বীকার করে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে অনেক জিনিসের দাম কমেছে।’
চিনির দাম বৃদ্ধির ব্যাপারে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে চিনি উৎপাদন কমেছে। গ্রামে চিনির চাহিদা বেশি না। তবে শহরে চিনির চাহিদা অনেক। এ ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হয়েছে।’
মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।