লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় হাসামনি আক্তার (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এসময় সঙ্গে থাকা শিশুটির মা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এর আগে সকাল ১১টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের দরগারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত হাসামনি আক্তার উপজেলার ভোটমারী ইউনিয়নের দরগারপাড় এলাকার সাজু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে স্থানীয় ভোটমারি বাজারের দিকে যাচ্ছিলেন শিশু হাসামনি। হঠাৎ করেই লালমনিরহাট থেকে আসা একটি ট্রাক দুজনকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যান। পরে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজের রেফার করেন। প্রায় ছয় ঘন্টা চিকিৎসার থাকার পর শিশু হাসামনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।