আর্কাইভ  শনিবার ● ১ এপ্রিল ২০২৩ ● ১৮ চৈত্র ১৪২৯
আর্কাইভ   শনিবার ● ১ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন        প্রতিমন্ত্রীর স্বাক্ষর নকল করে  ভুয়া নিয়োগ পত্র দেয়ার অভিযোগে গ্রেফতার -১       সরকারের বেঁধে দেয়া দামেই পণ্য বিক্রি হচ্ছে- রংপুরে বাণিজ্যমন্ত্রী       দিনাজপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত       রংপুরে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-৪      

কালীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে ৩লাখ টাকা ছিনতাই

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩, দুপুর ০৪:৩০

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মশিউর রহমান বিপ্লব(৫২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ৩লাখ টাকা ও বিকাশের ৫টি মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্রেক্সের ভিতরে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ওই এলাকার মৃত শামছুল হক ভুঁইয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির অদুরে উপজেলা সদরের তুষভান্ডার বাজারে আল আমিন এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান দিয়ে মুদি ও বিকাশের ব্যবসা করতেন ব্যবসায়ী মশিউর রহমান বিপ্লব। প্রতিদিনের মত মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) রাতে দোকান বন্ধ করে উপজেলা পরিষদ চত্তরে ইউএনও'র বাসার সামনের সড়ক দিয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে সড়কে বাশের খুঁটি ফেলা ছিল। এটি সড়ানোর সময় পিছন দিক থেকে ছিনতাইকারী চক্রটি তার মাথায় আঘাত করে। 

এতে সজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে গেলে ব্যবসায়ী মশিউরের পকেটে থাকা ৩ লাখ টাকা ও বিকাশের ৫টি মোবাইল নিয়ে ছটকে পড়ে চক্রটি। পরে তার স্ত্রী তার মোবাইলে ফোন করেও কোন সাড়া শব্দ না পেয়ে স্বামীর খোজে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বাহিরে বের হলে সড়কে বিপ্লবকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহায়তায় প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে ডক্টর ক্লিনিকে ভর্তি করেন। 

এ ঘটনায় আহত ব্যবসায়ীর ভাই বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন করেন। 

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। চক্রটিকে সনাক্ত করতে তদন্ত চলছে। উপজেলা পরিষদ চত্ত্বরের ভিতরে এমন ঘটনার দুঃসাহস দেখানো চক্রটিকে সনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন


Link copied