আর্কাইভ  সোমবার ● ২০ মার্চ ২০২৩ ● ৬ চৈত্র ১৪২৯
আর্কাইভ   সোমবার ● ২০ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: সিরিজ জয়ের আনন্দ ভেসে গেল বৃষ্টিতে       দিনাজপুরে বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত       মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে দলের রেকর্ড স্কোর       যুদ্ধ চাই না, তবে আক্রমণ করলে সমুচিত জবাব: প্রধানমন্ত্রী       “রংপুরে ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই”      
 width=

কালীগঞ্জে মাইক্রোবাসে মিলল ১৭কেজি গাঁজা, ৪ জনের জেল

সোমবার, ৬ জুন ২০২২, দুপুর ০৪:০৮

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৭ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

সোমবার (৬ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহমেদ । এর আগে রোববার (৫জুন) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কবি শেখ ফজলল করিমের ফলকের সামনে তাদের আটক করা হয়।

তারা হলেন, ইকবাল হোসেন (৩৪), মোঃ আজিমুল হক (৩৭), মোঃ মুসা মিয়া (২২),মোঃ সুমন মিয়া (১৫)। তাদের সবার বাড়ি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি অভিযানিক দল লালমনিরহাট-বুড়িমারী সড়কের কাকিনা কবি শেখ ফজলল করিমের ফলকের সামনে চেকপোস্টে অভিযান পরিচালনা করেন। ওই সময় একটি মাইক্রোবাস আটক করে তল্লাসি করলে ১৭কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব সদস্যরা। পরে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে ৪জনকে আটক করা হয়। এসময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের করা হয়েছে। সোমবার সকালে পুলিশ লালমনিরহাট আদালতের মাধ্যমে জেল পাঠানো হবে বলেও রংপুর র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহমেদ জানান।

কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম জানান, রংপুর র‍্যাব-১৩ অভিযানের বিষয়টি শুনেছি। তারা আসামীদের থানায় জমা দিলে তাদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে।

মন্তব্য করুন


Link copied