আর্কাইভ  রবিবার ● ২৮ মে ২০২৩ ● ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   রবিবার ● ২৮ মে ২০২৩
 width=
 width=
শিরোনাম: বঙ্গবন্ধুর নামে শান্তি পদক প্রবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর       বিএনপির নেতারা গুজব ছড়াচ্ছে- সমাজকল্যাণমন্ত্রী       কুড়িগ্রামে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক       ডোমার রেলস্টেশনের টয়লেটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার       নীলফামারীতে পরীক্ষামূলক গ্রীষ্মকালীন হলুদ তরমুজ চাষে ব্যাপক সফলতা সম্ভাবনায়       

কালীগঞ্জে সৌর বিদ্যুতের পিলার পড়ে ট্রাক্টার চালকের মৃত্যু

বুধবার, ১০ নভেম্বর ২০২১, দুপুর ০২:২৬

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সৌর বিদ্যুতের পিলার পড়ে রিংকু (২৮) নামে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের এক ট্রাক্টার চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরের এ ঘটনা ঘটে। নিহত ট্রাক্টার চালক উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাটের খামারপাড়া গ্রামের জছির আলী ছেলে। আহত ওই হেল্পারের নাম লিটন মিয়া।

স্থানীয়রা জানান, উপজেলার ভোটমারী ইউনিয়নের নদীবেষ্টিত শৌলমারীতে ‘ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের’ সৌরবিদ্যুৎ কেন্দ্রে গড়ে উঠছে। লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক থেকে ট্রাক্টারে এসব পিলার নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টরের। তিস্তা বালুচরে সৌরবিদ্যুৎ কেন্দ্রে পিলার নামানোর সময় ট্রাক্টার চালক ও হেল্পারের শরীরের পিলার পড়ে যায়। ওই সময় দুজেনেই আহত হোন। পরে আহত হেল্পার লিটনের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে। এসময় এলাকাবাসীরা এগিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে ট্রাক্টার চালকের মারা যান।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসকরা জানান, ভারি পিলার ট্রাক্টার চালকের শরীরের পড়ে যাওয়ার ফলে রিংকু বুকে আঘাত পান। ফলে তিনি দ্রুত মারা যান। তবে ওই সময় দ্রুত পিলার সরিয়ে তাকে হাসপাতালে নিয়ে এলে তাকে বাচাঁনো সম্ভব হত। কিন্তু রোগীকে হাসপাতালে নিয়ে আসতে দেরি হওয়াতে রাস্তায় ট্রাক্টার চালক মারা যান।

এদিকে ট্রাক্টার চালক রিংকুর পরিবারের দাবি, রিংকুর শরীরের পিলার পড়ে যাওয়ার সময় এলাকাবাসী এগিয়ে এলেও ‘ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের’ কর্মকর্তারা কেউ এগিয়ে আসেনি। আমরা মামলার  

এ ব্যপারে কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাত হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টার চালক রিংকুর পরিবার এখনো থানায় কোন অভিযোগ দেয়নি। পরিবার অভিযোগ দিলে অব্যশই ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

মন্তব্য করুন


Link copied