স্টাফ রিপোর্টার: আগামীকাল ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রংপুর আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে বিএনপি ও জামায়াত যৌথভাবে প্যানেল ঘোষণা করে নির্বাচন করছে। অন্যদিকে আওয়ামী লীগ একক ভাবে নির্বাচন করছে।
আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাড আব্দুর রউফ জগলু জানান, ৭ সেপ্টেম্বর রংপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার হচ্ছেন ৩শ ৭৬ জন আইনজীবী ।
আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পরিষদে গতবারের সভাপতি পদে আব্দুল মালেক এবারও সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল হক প্রামানিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী পূর্ণ প্যানেল দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
অপরদিকে বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলে সভাপতি পদে বিএনপি নেতা অ্যাড আব্দুল কাইয়ুম সাধারণ সম্পাদক পদে বিএনপি নেতা আফতাব উদ্দিন, জামায়াতের রংপুর মহানগরের প্রচার ও আইন সম্পাদক কায়সার আলী সমাজ কল্যান ও ধর্মীয় সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি জামায়াত সমর্থিত প্যানেলের মধ্যে ১৫ জন বিএনপির এবং দুজন জামায়াত নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।