মমিনুল ইসলাম রিপন: টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে বুধবার দুপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে রংপুর বিক্ষোভ ও সমাবেশ হয়েছে।
বৃৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে ছাত্র, রংপুর জেলা ও মহানগর যুব ও শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করেন। পরে প্রেসক্লাবের সামন থেকে বিক্ষোভ মিছিলটি জাহাজ কম্পানীর মোড় প্রেসক্লাবে এসে শেষ হয়। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা
এ সময় বক্তব্য রাখেন- রংপুর জেলা গণ অধিকার পরিষদ সভাপতি ইমরান আহম্মেদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক হানিফুর রহমান সজীব, রংপুর জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক আব্দুল জলিল রতন, মহানগর সদস্য সচিব আখিনুর রহমান প্রমুখ। এতে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।