আর্কাইভ  শনিবার ● ১০ জুন ২০২৩ ● ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   শনিবার ● ১০ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: ঢাকা-১৭ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন আরাফাত       রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা       প্রেমিকাকে ধর্ষন পলাতক প্রেমিক গ্রেপ্তার       বিদ্যুৎখাতে দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে রংপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি       গাইবান্ধা ও কুড়িগ্রামবাসির স্বপ্নের তিস্তা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে       

কুড়িগ্রামে আদালতের নির্দেশ পালনে অসহযোগিতা, ম্যাজিস্ট্রেটকে শোকজ

শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১, রাত ০৮:৫০

কুড়িগ্রাম প্রতিনিধি।। নালিশি জমির দখল বুঝে দেওয়া সংক্রান্ত আদালতের আদেশ পালনে অসহযোগিতার অভিযোগে কুড়িগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জেলা যুগ্ম জজ (১ম আদালত) আব্দুল কুদ্দুস এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামছুজ্জামান রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার হিঙ্গনরায় মৌজায় একটি ডিক্রিকৃত (৩/২০২১) নালিশি জমির দখল বুঝিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার জন্য জেলা প্রশাস‌নের সহকারী ক‌মিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন আদালত। গত ১৫ নভেম্বর ওই জমির স্বত্ব বুঝিয়ে দেওয়ার দিন ধার্য করা হয়। এই কাজে নির্বাহী মেজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণকে নিয়োগ দেয় জেলা প্রশাসন। 

কিন্তু নির্ধারিত তারিখে তিনি পত্রের মাধ্যমে জানান, নালিশি জমিতে সরকারি স্বার্থ জড়িত থাকায় দখল কার্যক্রম করা সম্ভব নয়। দখলী কার্যক্রম করা সম্ভব না হওয়ায় সিভিল কোর্ট কমিশনার ও পুলিশ ফোর্সকে ফেরত পাঠিয়ে আদালতকে প্রতিবেদন দেন ম্যাজিস্ট্রেট। আদালতের নির্দেশ থাকার পরও দখল কার্যক্রম ব্যর্থ হওয়ায় সার্বিক বিষয় উল্লেখ করে নায়েব নাজির গত ১৫ নভেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন। এর প্রেক্ষিতে আদালত আজ ওই নির্বাহী মেজিস্ট্রেটকে কারণ দর্শনোর আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দখলী কার্যক্রমে সহায়তা না করা আদালতের সিদ্ধান্তকে অবজ্ঞা, তথা আদালত অবমাননা করার শামিল। আদেশের কপি আজ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied