সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এলাকায় একটি পাটক্ষেতে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০০টার দিকে স্থানীয়রা পাটক্ষেতে লাশ দেখে পুলিশে খবর দেয়।
পরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ রিপোর্ট লেখা পযর্ন্ত লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। নিহত অটোরিকশা চালকের নাম আব্দুর রাজ্জাক (৩৫)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে যায়, আর বাড়িতে ফেরননি আব্দুর রাজ্জাক। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার এলাকায় মাইকিং করা হয়। এরপর সন্ধ্যা সাড়ে সাটটার দিকে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পাটক্ষেতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। লাশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে শতশত উৎসুক পুরুষ ও নারী লাশ দেখার জন্য ওই স্থানে জড়ো হয়।
স্থানীয়দের ধারণা অটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করে পাটক্ষেতে লাশ ফেলে রেখেছে দুর্বৃত্তরা।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি ) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।