ডেস্ক: পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার ছয় ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে মাত্র দুটিতে নৌকা ও চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। বুধবার (৫ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা এ ফল ঘোষণা করেন।
রৌমারী উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মশিউর রহমান জানান, এ উপজেলার রৌমারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক (ঘোড়া), শৌলমারীতে নজরুল ইসলাম (নৌকা) এবং যাদুরচরে স্বতন্ত্র প্রার্থী সরবেশ আলী (ঘোড়া) বিজয়ী হয়েছেন।
রাজীবপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান জানান, এ উপজেলার রাজিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস (ঘোড়া), কোদালকাটিতে হুমায়ুন কবির (নৌকা) এবং মোহনগঞ্জে মো. আনোয়ার হোসেন (লাঙল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, রৌমারী ও রাজিবপুর উপজেলা কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের অধীন। এই আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বুধবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।