কুড়িগ্রাম: কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বাসের ধাক্কায় এক শিশুসহ ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত তিন যাত্রী।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যার ৭টার দিকে রায়গঞ্জ ইউনিয়নের জুলেখা ফিলিং স্টেশনের কাছে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি নৈশকোচ রায়গঞ্জ ইউনিয়নের নেওয়াশী এলাকায় নাগেশ্বরী অভিমুখে যাওয়া যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশুসহ ওই দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় অটোরিকশায় থাকা অন্তত তিন যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সাইফ জানান, দুর্ঘটনায় গুরুতর আহত তিন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।