আর্কাইভ  বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩ ● ৬ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: তাহলে কি ভাঙছে বিএনপি?       চিলমারী-রৌমারী রুটে শুরু হলো ফেরি চলাচল       রংপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার       পদ্মা সেতুর আয় হাজার কোটি টাকা ছাড়াল       রংপুরে ড. ইউনুসের বিরুদ্ধে মামলা      

কুড়িগ্রামে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে ১ জনের মৃত্যু 

শুক্রবার, ২ জুন ২০২৩, রাত ০৮:১৮

রাজীবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি:  রাজীবপুর উপজেলায় গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে সিদ্দিকুর রহমান (৬০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার উপজেলা শহরের পোষ্ট অফিস সংলগ্ন বড়াইডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান বড়াইডাঙ্গী গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। তিনি রাজীরপুর উপজেলা পোষ্ট অফিসের ই.ডি নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র নিহতের স্বজনরা জানান, শুক্রবার গাছ থেকে কাঁঠাল পাড়তে গাছে উঠেন সিদ্দিকুর। একটি কাঁঠাল পাড়ার সময় হঠাৎ  পা পিছলে নিচে পড়ে যান তিনি। এতে মাথা থেতলে যায় সিদ্দিকুরের। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা। 

রাজীবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাহমিদা আক্তার জানান, কাঁঠাল গাছ থেকে নিচে পড়ে গিয়ে তার(সিদ্দিকুর) মাথা থেতলে যায়। প্রাথমিক ভাবে ধারণা করছি অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। 

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied