কুড়িগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কুড়িগ্রামের আইনজীবীরা আদালতের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছেন। জেলা আওয়ামী আইনজীবী সমিতির ব্যানারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কুড়িগ্রাম জজকোর্ট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এসে সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন,অ্যাডভোকেট মহব্বত আলী, অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, অ্যাডভোকেট শামসুদ্দোহা রুবেল, অ্যাডভোট জহির উদ্দিন, অ্যাডভোট নাজমুল হোসেন প্রমুখ।