আর্কাইভ  সোমবার ● ২৯ মে ২০২৩ ● ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   সোমবার ● ২৯ মে ২০২৩
 width=
 width=
শিরোনাম: আমরা যেকোনও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাই: প্রধানমন্ত্রী       পঞ্চগড়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি, চোর চক্রের ২ সদস্য গ্রেফতার       ব্যাংক থেকে ডাকাতি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার       পঞ্চগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু       দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন      

কুড়িগ্রামে রেললাইনে হেডফোন লাগিয়ে ভিডিওগেম খেলার সময় যুবক নিহত

বুধবার, ১২ জানুয়ারী ২০২২, দুপুর ০৪:০১

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ট্রেনে কাটা পড়ে রাশেদুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। রাশেদ রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে ভিডিওগেম খেলছিল বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে দিনোবাজারসংলগ্ন ঠাটমারী ব্রিজের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ উপজেলার চাকিরপশা ইউনিয়নের বাজে মুজরাই এলাকার মো. মজিবর মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে রাশেদ তিন কিশোর কানে হেডফোন লাগিয়ে রেললাইনেবসে মোবাইলে গেম খেলছিল। এ সময় কুড়িগ্রাম থেকে আসা কাউনিয়াগামী রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেনটি আসতে দেখে অন্য দুজন দৌড়ে পার হতে পারলেও রাশেদুল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়।

রাজারহাট থানার ওসি রাজু সরকার বলেন, নিহত ওই কিশোরের লাশ পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, সে রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে গেম খেলছিল। তাই ট্রেন আসার বিষয়টি সে আঁচ করতে না পারায় কাটা পড়ে মারা গেছে।

মন্তব্য করুন


Link copied