কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ত্রিমোহনীতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাযায়নি।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার পুলিশ সদস্য জাহিদ হাসান এ তথ্য জানান।
স্থানীয়দের বরাতে এই পুলিশ সদস্য আরও জানান, একটি নৈশ্যকোচ সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে একটি খাবার হোটেলে ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন।