আর্কাইভ  শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫ ● ৩০ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
হাসিনার উল্টো সুর, এখন বলছেন—‘উৎখাতের পেছনে আমেরিকার হাত নেই’

হাসিনার উল্টো সুর, এখন বলছেন—‘উৎখাতের পেছনে আমেরিকার হাত নেই’

ভারতকে খুশি করতে বারবার অস্ত্র উদ্ধার নাটক হাসিনার

ভারতকে খুশি করতে বারবার অস্ত্র উদ্ধার নাটক হাসিনার

অভ্যুত্থানের সপক্ষের দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহাবিপদ: ড. ইউনূস

অভ্যুত্থানের সপক্ষের দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহাবিপদ: ড. ইউনূস

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

কুড়িগ্রাম সাংবাদিককে হুমকির জেরে বিএনপির আহবায়ককে অপসারণ

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৯:০১

Advertisement

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম:  কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপি'র আহবায়ক আনিছুর রহমান ও পুত্র সোহেল আনিছ কর্তৃক সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকীর জেরে এবং আহবায়কের নানা অপকর্ম ও অব্যাহত দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আনিছুর রহমানকে পদ থেকে অব্যাহিত দিয়েছে কুড়িগ্রাম  জেলা বিএনপি। শনিবার কুড়িগ্রাম জেলা বিএনপি'র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতি প্রদানের তথ্য জানানো হয়।
 
জানা যায়, গত ১৯সেপ্টেম্বর রাতে  রাজারহাট  বাজারের থানা মোড়স্থ বাদল চন্দ্রের কসমেটিক্স দোকানে সাংবাদিক আসাদ কেনাকাটা করার সময় তাকে দেখে সোহেল আনিছ অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। এসময় তিনি সেখান থেকে সরে পার্শ্বস্ত আব্দুর রশিদের ওষুধের ফার্মেসিতে ওষুধ ক্রয়ের জন্য আসেন। সোহেল আনিছও তার পিছু পিছু সেখানে উপস্থিত হয়ে পুনরায় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকী প্রদান করতে থাকে। সাংবাদিক আসাদ তাকে হুমকী ও গালমন্দের কারণ জানতে চেয়ে বিষয়টি মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করার সময় সোহেল আনিছ উত্তেজিত হয়ে তার হাত থেকে ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করে এবং হুমকি দেয় যে, বিএনপি ক্ষমতায় আসলে সে রাজারহাট প্রেসক্লাব দখলে নিয়ে নিজেই সভাপতি হবে। একপর্যায়, তার পিতার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ উঠানো না হলে
 
প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায়। এঘটনায় অভিযোগের প্রেক্ষিতে জেলা বিএনপি তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেন। তদন্তকালে সাবেক উপজেলা আহবায়ক আনিছুর রহমান কর্তৃক দলীয় প্রভাব খাটিয়ে উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও এক মাদ্রাসায় সভাপতি হয়ে পদ বিক্রি করে টাকা ভাগাভাগির প্রস্তাব, তার পুত্রকে লেলিয়ে দিয়ে সাংবাদিক হত্যার হুমকি, একজনের কলিজা ছিড়ে নেয়ার হুমকির সংক্রান্ত ভিডিও ফুটেজ সহ অভিযোগ, রাজারহাট কামিল মাদ্রাসার সভাপতি হতে না পেরে একজন প্রখ্যাত আলেমকে হুমকির অডিও এবং কল রেকর্ড, ওই নেতা কর্তৃক তার পুত্রবধুকে মেনে নিতে নিজের বিকল কিডনি স্থাপনের জন্য একটি কিডনির দাবি সংক্রান্ত কল রেকর্ড সহ অব্যাহত ভাবে দলিয় শৃঙ্খলা ভঙ্গ এবং আহবায়কের দলিয় প্রভাব খাটিয়ে তার (আগে ছাত্রলীগের কর্মী ছিল) পুত্র সোহেল আনিছের বিভিন্ন অপকর্মের তথ্য-প্রমাণ পান তদন্ত কমিটি।
 
এর প্রেক্ষিতে শনিবার কুড়িগ্রাম জেলা বিএনপি'র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়"বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপি আহবায় আনিছুর রহমানকে আহবায়কের দায়িত্ব অব্যাহতি প্রদান করা হলো। তদস্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. শফিকুল ইসলামকে রাজারহাট উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
 
কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা উপজেলা বিএনপি আহবায়ক আনিছুর রহমানকে অব্যাহিত প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন


Link copied