এবারের ভর্তি কার্যক্রমের আয়োজক ও সার্বিক সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। আগামী ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন ও ভর্তি পরীক্ষা বিষয়ক সকল নির্দেশনা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,এবারের কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পচুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।সভায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, দেশের কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ সফলভাবে এগিয়ে যাবে। আগামী ৩ জানুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষা শুধু একটি ভর্তি কার্যক্রম নয়, এটি দেশের কৃষি শিক্ষার মান উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন।