মমিনুল ইসলাম রিপন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিএনপি কতৃক পুলিশ ও আওয়ামীলীগ নেতা কর্মীদের উপর হামলা এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে পথ সভা অনুষ্ঠিত হয়। এসময় গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ্ জালাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, সাধারন সম্পাদক এ কে এম তানিম আহসান চপল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক বুলবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি -জামাতের নেতাকর্মীরা গঙ্গাচড়া উপজেলায় নৈরাজ্য সৃষ্টি করে। পুলিশের ওসি সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারন মানুষের উপর হামলা চালায়।পরে পুলিশ, বাজার ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এক হয়ে তাদের প্রতিহত করে।আমরা তাদের জানান দিতে চাই পুনরায় যদি তারা এ সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করে তবে কঠোর ভাবে তাদের প্রতিহত করবে ছাত্রলীগ।