গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরে গংগাচড়ায় ৫শ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে এ হল রুমের উদ্বোধন করেন বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঁঙ্গা এমপি।
উদ্বোধন কালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল, রাবিয়া বেগম,উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন (পিএএ), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, প্রকৌশলী মজিদুল ইসলামসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়ার তত্বাবধানে ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এ হলরুমটি নির্মাণ হয়।