আর্কাইভ  শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩ ● ৮ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: সুযোগ পেলেই জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে : রংপুরে মোজাম্মেল হক       জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর       ঘরের মেঝেতে কান্না করছে শিশু, বিছানায় মায়ের নিথর দেহ       বৃষ্টি থাকবে আরও দুই দিন      

গরুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-ছেলের

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২, বিকাল ০৫:১৯

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ী গ্রামে গরুকে রক্ষা করতে গিয়ে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় কামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৩টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, রহিমা বেগম (৩৫) ও তার ছেলে রিফাত মিয়া (১২)। রহিমা বেগম মহিষমুড়ী গ্রামের বাবু মিয়ার স্ত্রী।

জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ফাঁকা জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন রিফাত। এ সময় জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় তাদের গরুটি। পরে রিফাত গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মা রহিমা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে গরুটিও মারা গেছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


 

Link copied