গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজেদের শয়ন কক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ জানুয়ারি) উপজেলার কামদিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের চুঙ্গুরা আদিবাসী পল্লী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওই এলাকার মৃত হিরণ মরমুর ছেলে অনিল মরমু (৪০) এবং তার স্ত্রী সুমি হেমরন (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর তদন্তকারী কর্মকর্তা সেকেন্দার আলী জানান, স্বামী অনিল মরমু নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় দঁড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। আর ঘরের বারান্দায় একটি খাটের ওপর তার স্ত্রী সুমির মরদেহ পড়েছিল।
ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।