গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ ও সদর সিনিয়র সহকারি জজ তৌফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু জানান, গত কয়েকদিন আগে সদর সিনিয়র সহকারি জজ তৌফিকুল ইসলাম করোনার রিপোর্টে পজেটিভ হয়। এছাড়া জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদ বৃহস্পতিবার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এব্যাপারে জেলা বারের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু গাইবান্ধাবাসির কাছে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন।