গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে সাদুল্যাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত ৮টি ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এসব নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান। এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার গাইবান্ধার উপ-পরিচালক মোছা: রোখছানা বেগম। এসময় সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: রোখছানা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানে নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রহমান (ইদিলপুর), মো: শফিকুল কবির মিন্টু (ধাপেরহাট), মো: জাহাঙ্গীর আলম (দামোদরপুর), মো: রবিউল ইসলাম (রসুলপুর), মো: মাহফুজার রহমান (ভাতগ্রাম), মো: আব্দুল গফুর (নলডাঙ্গা), আব্দুলাহ আল মামুন (ফরিদপুর)।
জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, জনগনের মঙ্গল ও কল্যানে নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাবেন। এলাকার উন্নয়নের একজন জনপ্রতিনিধি হিসাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। যে কোন উন্নয়ন বাস্তবায়নে সরকার আপনাদের পাশে রয়েছে।