গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার ১৯টি ইউনিয়নের নির্বাচন গত রোববার সম্পন্ন হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সুন্দরগঞ্জের ১৩টি ইউনিয়নের মধ্যে শ্রীপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নে ভোট গ্রহণ কেন্দ্রে গোলযোগের কারণে ফলাফল স্থগিত রাখা হয়েছে।
১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিতরা হচ্ছেন- তারাপুরে মো. আমিনুল ইসলাম (স্বতন্ত্র), সোনারায়ে সৈয়দ বদিরুল আহসান (স্বতন্ত্র), সর্বানন্দে জহুরুল ইসলাম (স্বতন্ত্র), শান্তিরামে এটিএম মিজানুর রহমান (স্বতন্ত্র), রামজীবনে মো. শামসুল হুদা সরকার (স্বতন্ত্র), কাপাসিয়ায় মো. মনজু মিয়া (স্বতন্ত্র), ধোপাডাঙ্গায় মো. মোকলেছুর রহমান মন্ডল (স্বতন্ত্র), দহবন্দে রেজাউল আলম সরকার (নৌকা), ছাপড়হাটিতে কনক কুমার গোস্বামী (নৌকা), বেলকায় ইব্রাহিম খলিলুল্লাহ (স্বতন্ত্র) ও বামনডাঙ্গায় মো. আব্দুর জোব্বার (স্বতন্ত্র)।
অপরদিকে পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- হোসেনপুরে তৌফিকুল আমিন মন্ডল টিটু (লাঙ্গল), মহদীপুরে মো. তৌহিদুল ইসলাম মন্ডল (নৌকা), বেতকাপা ইউনিয়নে মোস্তাফিজুর রহমান মোস্তা (লাঙ্গল), পবনাপুরে মাহাবুবুর রহমান মন্ডল (স্বতন্ত্র), মনোহরপুরে মো. আব্দুল ওহাব প্রধান রিপন (নৌকা), হরিনাথপুরে মো. কবীর হোসাইন জাহাঙ্গীর (স্বতন্ত্র)।