আর্কাইভ  মঙ্গলবার ● ৩০ মে ২০২৩ ● ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ৩০ মে ২০২৩
 width=
 width=
শিরোনাম: আমরা যেকোনও সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাই: প্রধানমন্ত্রী       পঞ্চগড়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি, চোর চক্রের ২ সদস্য গ্রেফতার       ব্যাংক থেকে ডাকাতি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার       পঞ্চগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু       দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন      

গাইবান্ধার ৮ ইউনিয়নের সাতটিতেই নৌকার পরাজয়

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি ২০২২, সকাল ০৯:০৪

গাইবান্ধা: ষষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আট ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে মাত্র একটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জয় পেয়েছেন। এ ছাড়া ছয়টিতে স্বতন্ত্র ও অন্যটিতে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফর রহমান বেসরকারি এ ফলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

ঘোষিত ফল অনুযায়ী, ধাপেরহাট ইউনিয়নে নৌকার মো. শফিকুল কবির মিন্টু, ইদিলপুরে স্বতন্ত্র আব্দুর রহমান সরকার, ভাতগ্রামে স্বতন্ত্র মো. মাহফুজার রহমান মাফু, দামোদরপুরে স্বতন্ত্র জাহাঙ্গীর আলম, খোর্দ্দকোমরপুরে স্বতন্ত্র সৈয়দ মঞ্জুরুল ইসলাম, রসুলপুরে স্বতন্ত্র মো. রবিউল ইসলাম, ফরিদপুরে স্বতন্ত্র আব্দুল্লা আল মামুন মিলন ও নলডাঙ্গা ইউনিয়নে জাতীয় পার্টির মো. গফুর আলী বিজয়ী হয়েছেন।

এর আগে, সকাল ৮টায় আট ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। আট ইউপির ৭৯টি কেন্দ্রে ভোট হয় ইভিএমে। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয় বিকাল ৪টায়।

আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯, সাধারণ সদস্য পদে ৪১০ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

মন্তব্য করুন


Link copied