খায়রুল ইসলাম, গাইবান্ধা থেকে: গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (২৫) এক যুবতীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাইবান্ধা রেলস্টেশনের ২নং রেলগেট সংলগ্ন মাইক্রো স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা রেলস্টেশনের ২নং রেলগেট সংলগ্ন মাইক্রো স্ট্যান্ডের কাছে এলাকায় পৌছিলে অজ্ঞাত এক যুবতী চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে। এতে তার মাথা এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবতীর কোন পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে বোনারপাড়া জিআরপি থানায় ফোন করা হলে বিষয়টি তাদের জানা নেই বলে জানানো হয়েছে।