গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বড় গোবিন্দপুর নিশানতারা ব্রীজের কাছ থেকে গতকাল শনিবার সকালে পুলিশ সাদা মিয়া ওরফে সাদা ডাকাত (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত সাদা মিয়া ওই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রাম এলাকার নিশানতারা ব্রীজ সংলগ্ন এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে। পরে পলাশবাড়ি থানায় খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এব্যাপারে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানানা, নিশানতারা ব্রিজ সংলগ্ন স্থানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ খবর পেয়ে সাদা মিয়ার লাশ উদ্ধার করা হয়। সাদা মিয়ার বিরুদ্ধে ডাকাতি মামলা সহ একাধিক মামলা রয়েছে। লাশের শরীরের একাধিক স্থানে ছড়িকাঘাতের চিহ্ন দেখা যায়। তবে কে বা কাহারা তাকে মেরে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।