আর্কাইভ  বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩ ● ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: বিদ্যুৎখাতে দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে রংপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি       গাইবান্ধা ও কুড়িগ্রামবাসির স্বপ্নের তিস্তা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে        রংপুরে এসআই পদে মাঠ পরীক্ষা দিতে গিয়ে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু       এবার ১০ দিন আগেই বাজারে আসছে ‘হাঁড়িভাঙা আম’       ঘোড়াঘাটে মোজাম পার্ক থেকে ৬ পতিতা নারী সহ ৯ জন আটক      

গাইবান্ধায় দুই বোনের রহস্যজনক মৃত্যু

রবিবার, ১ মে ২০২২, রাত ১১:১৮

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে এক ডোবা থেকে হাসি ও খুশি নামে ১০ বছর বয়সী যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের পাড়াসাধুয়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি।  

জিমি জানান, বছর পাঁচেক আগে হমিদুলের (৪০) সঙ্গে বিচ্ছেদ হয় আদুরী বেগমের (৩২)। তাদের দুই মেয়ে সন্তান ছিল। বিচ্ছেদের পর থেকে দুই মেয়েকে নিয়ে কুড়িগ্রামের চিরমারী উপজেলার বজরা ইউনিয়নে বাবার বাড়ি থাকতো আদুরী।  
 
তিনি আরও জানান, নানা বাড়ি থেকে গত শুক্রবার ঈদে দুই মেয়ে হাসি ও খুশিকে জামা কিনে দেওয়ার কথা বলে পাড়াসাধুয়ায় নিজ বাড়িতে নিয়ে যায় হমিদুল। পরদিন শনিবার সন্ধ্যার পর থেকে একই সঙ্গে নিখোঁজ হয় হাসি ও খুশি। রোববার বিকেল তিনটার দিকে পার্শ্ববর্তী এক ডোবায় মৃত হাসি ও খুশিকে ভেসে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ হাসি ও খুশির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম জানান, ঘটনাটি সন্দেহজনক। ময়নাতদন্তের জন্য শিশু দু'টির মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন


 

Link copied