আর্কাইভ  সোমবার ● ২০ মার্চ ২০২৩ ● ৬ চৈত্র ১৪২৯
আর্কাইভ   সোমবার ● ২০ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: সিরিজ জয়ের আনন্দ ভেসে গেল বৃষ্টিতে       দিনাজপুরে বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত       মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরিতে দলের রেকর্ড স্কোর       যুদ্ধ চাই না, তবে আক্রমণ করলে সমুচিত জবাব: প্রধানমন্ত্রী       “রংপুরে ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই”      
 width=

গাইবান্ধায় বাসচাপায় নানি ও নাতনি নিহত

শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২, দুপুর ১০:২৪

গাইবান্ধা: গাইবান্ধায় বাসচাপায় নানি ও নাতনি নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।

গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বাসচাপায় নানি-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। ভোরের দিকে নাতনিকে সঙ্গে নিয়ে তুলসিঘাটে আসে টিয়া মনি। এ সময় ভাপা পিঠা খাওয়ার জন্য সড়কের এক পাশ থেকে অপর পাশে যাচ্ছিল শিশু টিয়া। তাকে বাঁচাতে পিছনে দৌড় দেন নানি সাবিনা বেগম। এ সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী আল রিয়াদ পরিবহনের এটি বাস তাদের চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মন্তব্য করুন


Link copied