গাইবান্ধা: গাইবান্ধায় মাদক মামলায় জহুরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে ফাঁসি দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (৬ মার্চ) দুপুরে জেলাও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন। আসামি জহুরুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দীনের ছেলে।
জানা যায়, গত ২০১৯ সালের জুন ২ তারিখে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল হক পৌর এলাকার বস্তাপট্রি থেকে ২৫০ গ্রাম হিরোইনসহ জহুরুলকে আটক করেন। এরপর দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রামাণে তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হওয়ায় গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ ধারা অনুযায়ী মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার আদেন দেন। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ প্রদান করেন।