আর্কাইভ  রবিবার ● ২ এপ্রিল ২০২৩ ● ১৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   রবিবার ● ২ এপ্রিল ২০২৩
 width=
 width=
শিরোনাম: ভোক্তাপর্যায়ে দাম কমলো এলপি গ্যাসের       পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১       রংপুরে অঞ্জলিকা সাহিত্যপত্র আয়োজিত বিশেষ অনুষ্ঠানে       লালমনিরহাটে ২০ বছর ধরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা       ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক      

গাইবান্ধায় লোকালয়ে হনুমান, উৎসুক জনতার ভিড়

বুধবার, ৫ অক্টোবর ২০২২, রাত ০৯:৩৯

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কয়েক দিন ধরে বড় আকারের হনুমান লোকালয়ে দেখা যাচ্ছে। কখনও গাছে, আবার কখনও বাড়ির ছাদে ঘোরাফেরা করছে এসব হনুমান।

বুধবার (৫ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ শহরের শিববাটি মন্দির সংলগ্ন পাকুরেরর গাছে একটি হনুমান উঠলে এলাকার মানুষের নজরে আসে। এই বন্যপ্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় অনেকেই উৎসুক হয়ে দেখতে ভিড় করছেন। আবার যাদের বাড়ির ছাদে অবস্থান করছে তারা আছেন আতঙ্কে ।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া মোবাইল টাওয়ার, গোবিন্দগঞ্জ ডাকবাংলো, গোবিন্দগঞ্জ গরুহাটিতে হনুমান ও বানর চলাফেরা করতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা বেলাল হোসেন জানান, এই হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে এসেছে। কেউ তাকে বিরক্ত না করলে আপনা-আপনি তার স্থানে ফিরে যাবে। সে ক্ষেত্রে সবাইকে দূরুত্ব বজায়ে রেখে অবস্থান করার পরামর্শ দেন তিন। 

মন্তব্য করুন


Link copied