আর্কাইভ  বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩ ● ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা       আদানির কেন্দ্র থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু       নীলফামারীতে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে নিতে স্বারকলিপি প্রদান       নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন       নীলফামারীতে শিশু শ্রম নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      

গাইবান্ধায় শিশু বায়েজিদ হত্যা মামলার মূলহোতা গ্রেফতার

শুক্রবার, ২৬ মে ২০২৩, বিকাল ০৭:০৩

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের আব্দুল্লাহ বায়েজিদ (০৪) হত্যা মামলার মূলহোতা মো. সাইফুল ইসলাম ওরফে শেরেকুল মণ্ডল গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) ভোরে বগুড়া থেকে তাকে গ্রেফতার করে পলাশবাড়ি থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।

নিহত আব্দুল্লাহ বায়েজিদ উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের তাহারুল ইসলাম ও রাহেনা বেগমের ছেলে।

এরআগে গত ৮ মে বাড়ির সামনে খেলা করতে গিয়ে বালুখোলা গ্রামের সৌদি প্রবাসীর ৪ বছরের শিশু আব্দুল্লাহ বায়েজিদ নিখোঁজ হয়। এরপর ১৩ মে সন্ধ্যায় বালুখোলা গ্রামের ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর মা রাহেনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মোট দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাকি গ্রেফতাররা হলেন, খোরশেদ আলম (২১), আশাদুজ্জামান রনি (১৯), ছকিনা বেগম (৬১), ববিতা বেগম (৪৫), মনিরা বেগম (২২), রোস্তম আলী মণ্ডল (১৪) ও সোহাগ মণ্ডল (১৬), সাকিব হাসান রোমান (১৯) ও শরিফুল ইসলাম (২০)।
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ মামলায় এখন পর্যন্ত দশজনকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied