আর্কাইভ  বুধবার ● ৭ জুন ২০২৩ ● ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   বুধবার ● ৭ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: তাপপ্রবাহ চলতে পারে আরও ৫ দিন       নীলফামারীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার       নীলফামারীতে শিহাব হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন       নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবসে পুরস্কার বিতরন       সৈয়দপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে কর্মশালা      

গাইবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে নারীর মৃত্যু

বুধবার, ১০ নভেম্বর ২০২১, দুপুর ০১:৪৬

স্বজন ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় সেপটিক ট্যাংকে পড়ে ছাবিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কোমরনই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ছাবিনা বেগম ওই এলাকার আবদুর রাজ্জাক মিয়ার স্ত্রী। নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে ছাবিনা বেগম ঘুম থেকে ওঠে ব্যায়াম করতে বেরিয়ে পড়েন। কিছু সময় পর তিনি বাড়িতে ফিরে আঙিনা ঝাড়ু দেন। পরে বিশ্রাম নেওয়ার জন্য আঙিনার পাশের সেপটিক ট্যাংকে বসেন। হঠাৎ সেপটিক ট্যাংকের মুখ ভেঙে তিনি নিচে পড়ে যান। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে রশি দিয়ে তাকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার আবু সাইদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

মন্তব্য করুন


 

Link copied