আর্কাইভ  শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩ ● ৮ আশ্বিন ১৪৩০
আর্কাইভ   শনিবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৩
 width=
 
 width=
 
শিরোনাম: সুযোগ পেলেই জামায়াত স্বমূর্তিতে আবির্ভূত হবে : রংপুরে মোজাম্মেল হক       জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, সিসিইউতে স্থানান্তর       ঘরের মেঝেতে কান্না করছে শিশু, বিছানায় মায়ের নিথর দেহ       বৃষ্টি থাকবে আরও দুই দিন      

গাইবান্ধা উপনির্বাচনে অনিয়ম তদন্তে ৬৮৫ জনকে তলব

মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২, সকাল ০৬:২২

ডেস্ক: গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনের বিভিন্ন অনিয়ম তদন্তে মঙ্গলবার শুনানি শুরু হচ্ছে। এখন পর্যন্ত কমিটি সংশ্নিষ্ট মাঠ প্রশাসন, ভোট গ্রহণকারী কর্মকর্তাসহ মোট ৬৮৫ জনকে তলব করেছে। তাঁদের মধ্যে প্রথম দিনে গাইবান্ধা সার্কিট হাউসে ১৩৬ জনের বক্তব্য শুনবে নির্বাচন কমিশনের (ইসি) তিন সদস্যের কমিটি।

তদন্ত কমিটির সদস্য সচিব শাহেদুন্নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার গাইবান্ধা সার্কিট হাউসে ১১ প্রিসাইডিং অফিসার, ৬৬ সহকারী প্রিসাইডিং অফিসার, ৫৫ পোলিং এজেন্ট, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল সোবাহান, ওসি কাওছার আলীসহ ১৩৬ জনের শুনানি হবে।

বুধবার সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ৪০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২৭৮ সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, ২০০ পোলিং এজেন্ট, সহকারী রিটার্নিং কর্মকর্তা, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ওসি মতিউর রহমানসহ ৫২২ জনের শুনানি হবে। আর বৃহস্পতিবার গাইবান্ধা সার্কিট হাউসে পাঁচ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ১৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র‌্যাবের কমান্ডিং অফিসার দু'জন, রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক অলিউর রহমানসহ ২৭ জনের বক্তব্য তদন্ত কমিটি শুনবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied