মমিনুল ইসলাম রিপন: রংপুর। মুক্তিপণের দাবিতে তিন বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং অপহলণকারিকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানাগেছে, গাজীপুর গাছা থানা এলাকা হতে ব্যাবসায়ী সামিদুল ইসলামের তিন বছরের শিশুপুত্র মোঃ আরাফাত হোসেনকে শনিবার সকালে অপহরণ করে রংপুরে নিয়ে এসে মুক্তিপন দাবি করা হয় । এবিষয়ে শিশুটির বাবা গাজীপুর থানায় অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ অপহরণকারি হারাগাছ বেনুপাড়া এলাকার আব্দুর রউফের পুত্র মোঃ রাকিব চৌধুরী মিলন (৩০)কে সন্ধ্যায় রংপুর নগরীর চিড়িয়াখানার পাশে টেনিস ক্লাবের সামনে থেকে গ্রেফতার করে এবং শিশুটিকে উদ্ধার করে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। গাজীপুর থানার অভিযোগের পরে রংপুর পুলিশ অপহরণকারিকে গ্রেফতার করে। তাকে গাজীপুর থানায় পাঠানো হবে। কারণ সেখানেই তার বিরুদ্ধে মামলা হয়েছে।