আর্কাইভ  সোমবার ● ৫ জুন ২০২৩ ● ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   সোমবার ● ৫ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: দিনাজপুরে র‍্যাবের অভিযানে বিপুল মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক       সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি       তিস্তা শেখ হাসিনা সেতু সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন       রংপুরে হঠাৎ বৃষ্টিতে জনজীবন স্বস্তি       নীলফামারীর চিলাহাটি-ঢাকা দিবাকালিন ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      

গোবিন্দগঞ্জে পথচারীকে চাপা দিয়ে তেলবাহী লরি নদীতে; নিহত ১

মঙ্গলবার, ২৩ মে ২০২৩, দুপুর ০২:৪৯

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এসময় মাসুদ মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন।

নিহত মাসুদ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

মঙ্গলবার (২৩ মে) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কে কাটাখালী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কাটাখালী ব্রিজের নিচ থেকে ডুবে যাওয়া লরিটি উদ্ধার করে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিস দল।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভোরে রংপুরগামী তেলবাহী একটি লরি (ঢাকা-মেট্রো-ঢ ৪১-০০০২) কাটাখালী সেতুর ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মাসুদ নামে এক পথচারীকে চাপা দিয়ে নদীতে পড়ে যায়। এসময় লরির চালক ও হেলপার পালিয়ে যায়।

পরে আহত মাসুদকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, রংপুর থেকে উদ্ধারকারী দল এসে নদী থেকে লরিটি উদ্ধার করে। সেটি বর্তমানে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে দেওয়া হয়।  

মন্তব্য করুন


 

Link copied