গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খলসী এলাকায় মৌসুমী তেলের পাম্পের সামনে গতকাল বুধবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে সিহাব হোসেন (২৫) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত হিসাব হোসেন উপজেলার রাজাবিরাট এলাকার মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিহাব বাড়ী থেকে দ্রুত গতিতে মটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে আসছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ পৌর এলাকার খলসী এলাকায় মৌসুমী তেলের পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে সড়কের উপর পড়ে যান। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সিহাবকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।