আর্কাইভ  শুক্রবার ● ২ জুন ২০২৩ ● ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: এলপিজির দাম কমল ১৬১ টাকা       পাঁচ মিনিট স্তব্ধ রংপুর       মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন       লালমনিরহাটে পাটক্ষেতে পড়েছিল অজ্ঞাত নারী, পানি খাওয়ার কিছুক্ষণ পর হলো নিথর       বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও সহকারী প্রক্টর      

ঘন কুয়াশার কারণে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২, দুপুর ১২:৫১

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে: দিনাজপুরে ঘন কুয়াশার কারণে প্রাণ গেল এক মোটর সাইকেল আরোহীর।
 ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় পিষ্টে  নিহত হয় মোটর সাইকেল আরোহী।
ঘটনাটি ঘটেছে, আজ বৃহস্পতিবার সকাল  ৯ টায় দিনাজপুর-সৈয়দপুর মহা সড়কের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক রেজেউল হক জানান, নিহত ব্যক্তির সঠিক পরিচয় এখনো আমরা নিশ্চিত হইনি। তবে, দূর্ঘটনা কবলিত  মোটর সাইকেলে পাওয়া কাগজ-পত্রে ওই ব্যক্তির নাম টুটুল দত্ত (৪২)। তার বাড়ী চিরিরবন্দর উপজেলার বিন্ন্যাকুড়ি এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক  রেজেউল হক বলেন,ঢাকা থেকে সৈয়দপুর হয়ে ফেরা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সৈয়দপুরগামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের পিষ্টে নিহত হয় মোটর সাইকেল আরোহী।
এ সময় প্রচুর কুয়াশা থাকায় ঠিকমতো কিছুই দেখা যাচ্ছিলো না। কুয়াশার একারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন


Link copied