শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে: দিনাজপুরের ঘোড়াঘাটে জমি বিরোধে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মুল আসামি মো.মনিরুল ইসলাম (২৩)কে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে র্যাব-২৩,ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ দিনাজপুরে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছে। র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম (এনডি) এন ইউ পি, পি সি জি এম,বি এন উপস্থিত ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে র্যাব -১৩, র্যাব- ১৪ যৌথভাবে অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার রাজীবপুর ঘাট হতে শনিবার রাতে আসামি মো. মনিরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গত ২৫ জানুয়ারি সকাল ৯ টায় ঘোড়াঘাট উপজেলা খোদাতপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন মিম (২৫) ও রাকিব হোসেন মন্ডল ( ২২) নামে দু'জন খুন হয়। আহত হয় আরো তিনজন।
নিহত মনোয়ার হোসেন মিম খোদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে এবং রাকিব হোসেন মন্ডল একই গ্রামের ইসমাইলের ছেলে। নিহত মিম ও রাকিব সম্পর্কে চাচাতো ভাই। এই জোড়া খুনের একদিন পর ওই এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। লুটপাট সহ আগুন দিয়ে প্রায় অর্ধশতাধিক বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। উপ্তত হয়ে ওঠে এলাকা। এঘটনায় অজ্ঞাত ১হাজার ২০০ জনকে আসামি করে মামলা দায়ের হয় থানায়।
২৭ জানুয়ারি দিনগত রাতে থানায় মামলা দায়ের করেন,গ্রাম পুলিশ সুশিল চন্দ্র, হাবিবুর রহমান ও আফজাল হোসেন।