আর্কাইভ  সোমবার ● ২৭ মার্চ ২০২৩ ● ১৩ চৈত্র ১৪২৯
আর্কাইভ   সোমবার ● ২৭ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: দিনাজপুরে লিচু বাগানে ১২'শ কোটি টাকার মধু আহরণের সম্ভাবনা       ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টি       আপত্তিকর দৃশ্য দেখে ফেলায় বন্ধুর হাতে প্রাণ গেল জিয়াবুরের       এক দিন ছুটি নিলে ঈদে মিলবে টানা ৫ দিনের ছুটি       এক সময়ের ফকিরের দেশ আজ বিশ্বে রোল মডেল: সমাজকল্যাণ মন্ত্রী      

ঘোড়াঘাটে জোরপূর্বক গরু বিক্রি করায় অভিমানে স্ত্রীর আত্মহত্যা

সোমবার, ১০ অক্টোবর ২০২২, দুপুর ০৩:৩৬

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: সংসারের অভাব মেটাতে বাড়িতে পালন করা একটি গরু বিক্রির সিদ্ধান্ত নেয় স্বামী হলাল উদ্দিন মন্ডল। এতে রাজি ছিল না স্ত্রী। এক পর্যায়ে জোরপূর্বক স্বামী হলাল আলী মন্ডল গরুটি বিক্রি করে দেয়। সেই রাগে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন স্ত্রী আকলিমা বেগম (২৬)।

শনিবার (৮ অক্টোবর) গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বানিয়াল গ্রামে এই ঘটে। নিহত ওই নারী হলেন আকলিমা বেগম (২৬) উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের বানিয়াল গ্রামের হেলাল উদ্দিন মন্ডলের স্ত্রী।

খবর পেয়ে রবিবার (৯ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। উভয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, গত প্রায় দশ বছর আগে বিয়ে হয় আকলিমা ও হেলালের। হেলাল বাড়ির পাশে একটি পুকুরে নৈশ্য প্রহরী হিসেবে কাজ করেন। স্ত্রীর অনিচ্ছা থাকার পরেও গতকাল শনিবার (৮ অক্টোবর) বিকেলে স্বামী হেলাল বাড়িতে থাকা গরুটি বিক্রি করে দেন।

এ নিয়ে সন্ধার পর মনের ক্ষোভে বাড়িতে থাকা ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খায় স্ত্রী আকলিমা। মধ্যরাতে হেলাল বাড়িতে এসে দেখে তার স্ত্রী বমি করেছে এবং অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে।

পরে তারা আকলিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রংপুরে যাবার পথে অ্যাম্বুলেন্সেই আকলিমা মারা যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, রবিবার সকালে নিহতের পরিবারের পক্ষ মারা যাওয়ার ঘটনা থানায় জানায়। আমরা সাথে সাথে নিহতের ওই নারীর বাড়িতে যাই। নিহত আকলিমা বেগমের বাবা ও স্বামীর বাড়ির পক্ষ থেকে কোন অভিযোগ নেই। তাই ময়না তদন্ত ছাড়াই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। নিহতের বাবা সামছুদ্দিন মন্ডল থানায় এসে একটি অপমৃত্যুর মামলা করেছেন।

মন্তব্য করুন


Link copied