ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে মোটর সাইকেল-বালু বোঝাই ট্রাক্টও মুখোমুখি সংঘর্ষে ময়নুল ইসলাম(৪৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত ও ১ চালক আহত হয়েয়েছে। নিহত মোটর সাইকেল আরোহী ময়নুল ইসলাম উত্তর গোপালপুর গ্রামের মৃত, ইসাহাক আলীর পুত্র ও আহত চালক মিা খান বরাতপিুর গ্রামের মৃত, মকবুল হোসেনের পুত্র।
দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কানাগাড়ি-বলগাড়ী সড়কের খট্টার বাড়ির নিকট ব্রীজের সামনে। ময়নুল ইসলাম ও মিনা খান উপজেলার কানা গাড়ীর দিক থেকে মোটর সাইকেল যোগে বলগাড়ী বাজারের দিকে যাওয়ার পথে বলগাড়ী এলাকায় খট্টার বাড়ির কিট ব্রীজের সামনে বালু বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষে আরোহী ময়নুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন ও চালক মিনা খান আহত হন।লাশ হস্তান্তর করা হয়েছে।ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।