লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আইপি টিভি চ্যানেল সিক্স এর স্টিকারযুক্ত প্রাইভেটকার থেকে ৩ কেজি ৮শত গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪মে) লালমনিরহাট আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে সদর থানার ওসি এরশাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩ মে) রাতে সদর উপজেলার তিস্তা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত রুহানি হাসান রকিব(৩১) পাশ্ববর্তি জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলার সবুজপাড়া গ্রামের মৃত মঞ্জুর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায় কুড়িগ্রাম থেকে কয়েকজন মাদক কারবারি প্রাইভেটকারে একটি আইপি টেলিভিশন চ্যানেলের স্টিকার লাগিয়ে মাদকদ্রব্যে নিয়ে রংপুরে যাবে। এই তথ্যের ভিত্তিতে তিস্তা সেতুর টোলপ্লাজা এলাকা অভিযান পরিচালনা করা হয়। ওই সময় আইপি টিভি চ্যানেল সিক্স এর স্টিকারযুক্ত প্রাইভেটকার পৌঁছালে গতিরোধ করে তল্লাশি করে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে রুহানি হাসান রকিব আটক করে থানায় নিয়ে এলে তার কাছে একটি টিভি লোগো ও ক্যামেরা পাওয়া যায়।
এ ব্যপারে সদর থানার ওসি এরশাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।