আর্কাইভ  সোমবার ● ২৭ মার্চ ২০২৩ ● ১৩ চৈত্র ১৪২৯
আর্কাইভ   সোমবার ● ২৭ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টি       আপত্তিকর দৃশ্য দেখে ফেলায় বন্ধুর হাতে প্রাণ গেল জিয়াবুরের       এক দিন ছুটি নিলে ঈদে মিলবে টানা ৫ দিনের ছুটি       এক সময়ের ফকিরের দেশ আজ বিশ্বে রোল মডেল: সমাজকল্যাণ মন্ত্রী       নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত      

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো নারীর

বুধবার, ১ জুন ২০২২, রাত ১০:৪০

দিনাজপুর: দিনাজপুরে অসুস্থ বড় বোনকে দেখতে যাওয়ার সময় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জায়েদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১ জুন) বিকালে পৌর শহরের খোকন মৌলভীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জায়েদা বেগম বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ বড় বোন সরিফনকে (৬৫) দেখার জন্য ছেলে জুলহাসের মোটরসাইকেলে করে বীরগঞ্জ থেকে দিনাজপুরের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। তার বোন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুই দিন আগে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাড়ি কাহারোল উপজেলার নয়াবাদ এলাকায় চলে যান। যা জায়েদা বেগম জানতেন না।

যাওয়ার পথে দিনাজপুর পৌর শহরের খোকন মৌলভীর মোড় এলাকায় পৌঁছালে রাস্তায় স্পিড ব্রেকার দেখে জুলহাস মোটরসাইকেলের গতি কমিয়ে দেন। একপর্যায়ে জায়েদা মোটরসাইকেল থেকে নিচে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আশা দশমাইলগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয় ঘটনাস্থলেই মারা যান।

কোতোয়ালি থানার এসআই সাইদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে। তবে পরিবারের কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied